18 August, 2024

BY- Aajtak Bangla

সকালে ঘুম থেকে উঠেই এই ৫ লক্ষণ দেখলেই বুঝুন প্রেসার বেড়েছে

হাই প্রেসারের রোগী দিনে দিনে বাড়ছে। হাই প্রেসার দীর্ঘদিন থাকলে হার্ট অ্যাটাক হতে পারে।

উচ্চ রক্তচাপকে নীরব ঘাতকও বলা হয়। তাই আগে থেকে সাবধান থাকা দরকার।  

হাই প্রেসার থাকলে কয়েকটি লক্ষণ দেখা দেয়। সেগুলি দেখে নিন

সকালে মাথাব্যথা- ঘুম থেকে ওঠার পর মাথাব্যথা করলে হাই প্রেসারের রক্ষণ।

সকালে উচ্চ রক্তচাপের কারণে রক্তনালি প্রসারিত হয়। যে কারণে মাথা ব্যথা শুরু হয়।

হঠাৎ নাক দিয়ে রক্ত ​​পড়া- কোনও কারণ ছাড়াই যদি হঠাৎ করে নাক থেকে রক্ত ​​পড়লে হাই ব্লাড প্রেসারের লক্ষণ।

হাই ব্লাড কারণে নাকে থাকা সুক্ষ্ম রক্তনালিগুলি ক্ষতিগ্রস্ত হয়। নাক থেকে রক্ত ​​পড়তে শুরু করে।

সকালে ক্লান্ত বোধ- সকালে ঘুম থেকে ওঠার পরেও ক্লান্ত বোধ করলে রক্তচাপের লক্ষণ।

অস্বস্তি বোধ- হাই ব্লাড প্রেসারের কারণে অস্থির থাকবে। শরীরে অস্বস্তি বোধ থাকে। 

সকালে মাথা ঘোরা- ঘুম থেকে ওঠার পর মাথা ঘুরতে থাকে। রক্তচাপ ওঠানামার কারণে এটা হয়।