BY- Aajtak Bangla
12 April 2025
এই পাতার স্পর্শেই মানুষের শরীরে ভয়ানক যন্ত্রণা শুরু হয়। সপ্তাহের পর সপ্তাহ ব্যথা চলতে থাকে।
মূলত অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলসের রেইন ফরেস্টে পাওয়া যায়।
পাতায় থাকা সূক্ষ্ম কাঁটায় নিউরোটক্সিন থাকে। স্পর্শ করলে এটি ত্বকে ঢুকে যায় এবং তীব্র ব্যথা সৃষ্টি করে।
Gympie Gympie-র স্পর্শে হওয়া যন্ত্রণা কয়েকদিন থেকে শুরু করে মাস বা বছর ধরে থাকতে পারে!
নিউরোটক্সিন নাড়ি-স্নায়ুর উপর প্রভাব ফেলে। ফলে ব্যথা বাড়তেই থাকে। এমনকি পেশী খিঁচুনিও হতে পারে।
কখনও কখনও এই পাতার যন্ত্রণাদায়ক ব্যথা হৃদস্পন্দন বন্ধ করে দিতে পারে। যা মৃত্যুর কারণ হতে পারে।
এই গাছের সংস্পর্শে এলে স্টিকিং প্লাস্টার দিয়ে কাঁটা তুলে ফেলুন। সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন।
Gympie Gympie মূলত নিজেকে রক্ষা করার জন্য প্রতিরক্ষা ব্যবস্থা হিসাবে এই বিষ উৎপন্ন করে।
গবেষণার জন্য বিজ্ঞানীরা হেভি প্রোটেকশন স্যুট পরে এই গাছ সংগ্রহ করেন, তবুও ব্যথা অনুভব করেন।
কখনও অস্ট্রেলিয়ায় গেলে Gympie Gympie গাছ থেকে দূরে থাকুন। এক ছোঁয়াতেই মারাত্মক বিপদ হতে পারে!