BY- Aajtak Bangla
8 FEB 2025
পেটে পাথর তৈরি হলে বিপাকে পড়তে হয়। গলব্লাডার স্টোন হলে তা অস্ত্রোপচার করে বার করতে হয়।
পিত্তথলিতে পাথর হওয়ার কারণ হল পিত্তরসের পরিবর্তন। পিত্তরস ঘন হয়ে শক্ত হয়ে গেলে পাথর তৈরি হয়।
বিশেষজ্ঞদের মতে, এসব ভুলের কারণে পেটে পাথর তৈরি হয়।
অনেকেই ওজন কমানোর জন্য ওষুধ খান। বিশেষজ্ঞদের মতে, ওজন কমানোর ওষুধ খেলে পেটে পাথর হয়।
শাকসবজি কম পরিমাণে খেলে পেটে পাথর তৈরির ঝুঁকি বেশি থাকে।
যাঁরা বেশি ধূমপান করেন এবং মদ্যপান করেন, তাঁদের পেতে পাথর তৈরির সম্ভাবনা বেশি থাকে। ।
যাঁদের বেশি ওজন থাকে, তাঁদের পেটে পাথর তৈরি হতে পারে।
চর্বি জাতীয় খাবার বেশি পরিমাণে খেলে পেটে পাথর হয়।