13 JULY, 2023
BY- Aajtak Bangla
রান্নায় লবণ না থাকলে, খাবারের স্বাদই পাওয়া যায় না। তবে বাথরুমেও দারুণ কাজ করতে পারে এই লবণ।
টয়লেট ঝকঝকে পরিষ্কার করতে এক চামচ নুন যে কী করতে পারে তা আপনি ভাবতেও পারবেন না। এই সিক্রেট জানাতে পারবেন না কোনও কলের মিস্ত্রির কাছ থেকেও।
দামি দামি টয়লেট পরিষ্কার করার জন্য রাসায়নিক সরঞ্জামের বদলে এক চামচ নুনেই দারুণ কাজ করতে পারে। সাধারণ নুনেই হতে পারে দারুণ উপকার।
আসুন জেনে নেওয়া যাক কীভাবে টয়লেট পরিষ্কার করতে কাজ করে লবণ। নুনে থাকে সোডিয়াম ক্লোরাইড।
এটি টয়লেটে ফেললেই পোর্সেলিনের টয়লেট থেকে তেল, ময়েশ্চার ও দুর্গন্ধ দূর করে। টয়লেট ঝকঝকে করতে ১০০ গ্রাম নুন ফেলতে হবে।
নুনের বদলে কেউ কেউ বেকিং সোডাও ব্যবহার করেন। সারারাত এই নুন বা বেকিং সোডা টয়লেটে ফেলে রাখলে দারুণ ফল পাওয়া যেতে পারে।
তবে নুন ও বেকিং সোডার মিশ্রণ অন্তত তিন ঘণ্টা ফেলে রাখতে হবে, তবেই কাজ দেবে এই মিশ্রণ।
পাইপে নোংরা জমে গেলে জলও জমে যেতে পারে। সে ক্ষেত্রেও এই পদ্ধতি ব্যবহার করা যায়। তা হলে সমস্যা দূর হতে পারে।
প্লামবাররা সাধারণত এই রহস্যই ফাঁস করেন না। পাইপে জমে থাকা জল ও দুর্গন্ধ দূর করতে দারুণ কাজে আসে এই এক চামচ নুন।
প্রতি মাসে দামি দামি টয়লেট করার সরঞ্জাম না কিনে এক চামচ নুনেই কেল্লাফতে করে ফেলুন।