4 April, 2024

BY- Aajtak Bangla

পুরনো স্টিলের বাসনেই মুখ দেখা যাবে, এভাবে নিমেষে করে নিন চকচকে

স্টিলের বাসন ব্যাবহার করা হয়না এরম বাড়ি খুঁজে পাওয়া মুশকিল।

কিন্তু অনেকদিন ধরে একই বাসন ব্যবহার করলে সেটার জেল্লা কমে যায়। ফিকে হয়ে যায়।

বিশেষ করে গ্লাস, চামচ, কৌটো, থালা এইগুলি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়।

স্টিলের বাসন পুরনো হয়ে গেলেই আমরা ফেলে দেই। কিন্তু পুরনো বাসন নতুন করারও যে উপায় আছে তা জানে কজন।

বাসন ফেলে দেওয়ার পরিবর্তে আপনি এই পদ্ধতি ব্যবহার করে আপনার বাসনগুলি চকচকে করে তুলতে পারেন।

পুরনো বাসন চকচকে করতে আপনার তিনটি জিনিসের প্রয়োজন। অ্যলুমিনিয়াম ফয়েল, গরমজল এবং নুন।

কিভাবে করবেন বাসন পরিষ্কার?

একটা বড়ো গভীর পাত্র নিন তারমধ্যে গরম জল দিন। তারপর অ্যলুমিনিয়াম ফয়েলগুলি কেটে বাসনের সঙ্গে  জড়িয়ে দিন।

তারপর সেই পাত্রে নুন দিয়ে এক থেকে দেড় ঘন্টা রেখে দিন। তারপর ধুয়ে যখন তুলবেন দেখবেন বাসন একেবারে নতুন।