6  October, 2024

BY- Aajtak Bangla

রাস্তার কুকুর তাড়া করেছে? এই টিপস কাজে লাগালেই পাবেন নিস্তার

ফাঁকা রাস্তায় আপনি একা। হঠাৎ আপনার দিকে তেড়ে এলো একটি কুকুর!

কী করবেন? দৌড় মারবেন, চিৎকার করবেন, নাকি আদর করে কাছে ডাকবেন? এ সময় কুকুরের হাত থেকে বাঁচার জন্য অবলম্বন করতে পারেন এই পথগুলো-

মানুষের ভয়ভীতি কুকুর বুঝতে পারে। তাই যথাসম্ভব নির্বিকার থাকতে হবে। তাহলে কুকুরটিও ক্রমে আপনার প্রতি আগ্রহ হারাবে।

একেবারেই দৌড়োনোর চেষ্টা করবেন না। কেননা তাতে কুকুরটি আরও উত্তেজিত হবে। গতিশীল বস্তু দেখলে কুকুরের আক্রমণের প্রবণতা বাড়ে।

হাঁটার গতি কমিয়ে দিন। দরকার হলে একদম থেমে যান। কুকুরটি শান্ত হলে ফের ধীরে ধীরে এগোন।

মুখোমুখি নয়, কুকুরের দিকে পাশ ফিরে দাঁড়ান। তাতে কুকুরটির দৃষ্টিতে আপনাকে পাতলা লাগবে। কুকুরটির মনে আপনাকে নিয়ে ভয় তৈরি হবে কম।

কুকুরটির সঙ্গে সরাসরি চোখাচোখি করবেন না। আড়চোখে দেখুন। নইলে কুকুরটি আরও হিংস্র হয়ে উঠতে পারে।

দু’হাত বুকের কাছে দুমড়ে রাখুন।

হাতে কিছু থাকলে অন্য দিকে ছুড়ে দিন। কুকুরটি সেই দিকে ছুটবে। সেই ফাঁকে আপনিও কেটে পড়তে পারেন।

স্পষ্ট স্বরে আত্মবিশ্বাসের সঙ্গে কুকুরটি উদ্দেশে বলুন ‘যাও’ কিংবা ‘না’। কোনোভাবেই যেন যেন কণ্ঠস্বরে ভয়ভীতির চিহ্ন না থাকে। আপনি ভয় পেয়েছেন বুঝতে পারলে কুকুরটি আরও আক্রমণাত্মক হয়ে উঠতে পারে।

মাথায় রাখবেন, কুকুরের মতো বন্ধু মানুষের কম আছে। সে ভয় পায় বলেই আক্রমণ করে।