ব্যবসায় ঝাড় খাচ্ছেন? মাথায় রাখুন রতন টাটার এই ৫ টিপস

14 December 2023

BY- Aajtak Bangla

ভারতের অন্যতম ধনকুবের তথা বর্ষীয়ান শিল্পপতি রতন টাটাকে চেনেন না এমন ভারতীয় খুব কমই রয়েছে।

দেশের প্রথম সারির ব্যবসায়ীদের তালিকায় তাঁর নাম রয়েছে একদম ওপরের দিকেই। 

রতন টাটা তাঁর জীবনে বেশকিছু বিষয় অনুসরণ করে সাফল্য অর্জন করেছেন। বর্তমান প্ৰতিবেদনে সেই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

কর্মই হল সবকিছু: রতন টাটা মনে করেন যে, আপনি যদি কাজ করেন, তাহলে সেটিকেই পুজোর সমান মনে করুন।

চিন্তাভাবনার পরিধি বাড়ান: বর্ষীয়ান এই শিল্পপতি মনে করেন যে, জীবনে কিছু করতে হলে সবার প্রথমে চিন্তাভাবনার পরিধিকে বাড়াতে হবে। 

অর্থাৎ, বড় কিছু ভাবতে হবে। যখন আপনি বড় স্বপ্ন দেখবেন তখন সেটিকে পূরণ করার জন্যও আপনি যথেষ্ট পরিশ্রম করবেন।

সবাইকে সম্মান দিন: সফলতার শীর্ষে পৌঁছে গিয়েও রতন টাটা সবাইকে সম্মান দেন। এমনকি, নবীণ প্রজন্মদের সাথেও তিনি যথেষ্ট সম্মানের সাথে কথা বলেন। 

আর তাঁর এই গুণ তাঁকে অনন্য করে তুলেছে। তিনি মনে করেন সবসময় অপরজনের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত।

রতন টাটার মতে, সবার আগে নিজের প্রতি বিশ্বাস বজায় রাখুন।