11 March 2025

BY- Aajtak Bangla

একজন মুর্খ লোকের কী কী বদ অভ্যাস থাকে জানেন?

সবাই বুদ্ধিমান হয় না। কিন্তু বুদ্ধিমান নন মানেই তিনি খারাপ মানুষ একথা বলা যায় না। 

বোকা মানেই তিনি মুর্খ এমনটাও নয়। অনেক বোকা মানুষ সৎ হন। তাঁরা সহজে ভুলে যান। কিন্তু মুর্খ মানুষের এমন কিছু লক্ষণ থাকে যেগুলো ক্ষতিকর। 

যে কোনও মুর্খ লোকের প্রথম বদ অভ্যাস হল অল্পতে রেগে যাওয়া। যে কোনও বিষয়ে তারা সব সময় নিজেদের মতামত জাহির করতে চায়। 

মুর্খ ব্যক্তিরা কখনও অন্যের মতামতকে গ্রহণ করে না। নিজের মনে হওয়াকে একমাত্র গুরুত্বপূর্ণ ও সর্বশ্রেষ্ঠ বলে দাবি করে থাকে। 

মুর্খ লোকেরা অপ্রয়োজনীয় কথাবার্তা বলে। তারা মনে করে, সব ব্যাপারে তাদের কথা বলার অধিকার রয়েছ। সব জান্তা গোছের ভাব থাকে এদের মধ্যে। 

কথার খেলাপ করা এদের আর একটা বদভ্যাস। এদের বিশ্বাস করে কোনও কথা বললেও তা গোপন রাখতে পারে না। 

এরা খুব সামান্য কারণে অন্যের প্রতি বিশ্বাস হারায়। কারও সঙ্গে ঝামেলা হলে হঠাৎ এমন সিদ্ধান্ত নিয়ে ফেলে যা কাম্য নয়।

মুর্খ লোকেরা কখনও ভুল থেকে শেখে না। এরা একই ভুল বারবার করে থাকে। ভুল সিদ্ধান্তও নেয়। 

অন্যকে ছোটো করে কথা বলা এদের আর একটা খারাপ দিক। অন্যকে অপমান করে নিজেকে মহৎ প্রমাণ করার চেষ্টা করে এরা।