19 March 2024

BY- Aajtak Bangla

আপনি কি মুর্খ? বোঝা যায় এই লক্ষণগুলো দেখে 

কেউ লেখাপড়া না করলেই সে মুর্খ আর লেখাপড়া করলেই বুদ্ধিমান হবে এমন কোনও কথা নেই। এমন অনেক উদাহরণ আছে, তথাকথিত শিক্ষায় শিক্ষিত না হয়েও অনেকে খুব বুদ্ধিমান হন। 

কিন্তু আপনি কি মুর্খ? কয়েকটা লক্ষণ দেখেই আপনি সেটা বুঝে যাবেন। আসুন জেনে নিই।

মুর্খ লোকেরা সবসময় না বুঝে নিজের মতামত প্রকাশ করে। যে কোনও বিষয়েই কথা বলতে পছন্দ করে। 

মুর্খ লোকের আর একটি বড় লক্ষণ হল, কারণে অকারণে এরা রাগারাগি করে। গোঁসা করা এদের কাছে কোনও ব্যাপারই নয়। 

মুর্খ লোকেরা সব সময় নিজেদের সবজান্তা বলে মনে করে। এরা অন্যের মতামতকে সম্মান করে না, গুরুত্ব দেয় না। 

নিজের প্রশংসা নিজেই করে মুর্খ লোকেরা। তারা নিজের ঢাক নিজেই পেটায়। মনে করে এতে কৃতিত্ব রয়েছে। 

মুর্খ লোকেরা সব সময় নিজের থেকে অন্যের কাজের প্রতি বেশি মনোযোগ দেয়। কে কী করছে, দেখছে, খাচ্ছে এসবে তাদের আগ্রহ বেশি থাকে। 

নিজের পছন্দ মতো কোনও কাজ না হলে মুর্খ লোকেরা অখুশি হয়। তারা সব সময় নিজের মনোভাবকে অন্যের উপর চাপিয়ে দিতে চায়।