BY- Aajtak Bangla

 শুভ বাংলা নববর্ষ ১৪৩১, সকলকে পাঠান এই মেসেজ  

14 APRIL, 2024

সব বাঙালি মুখিয়ে থাকে পয়লা বৈশাখের দিকে। বাঙালির একটি গুরুত্বপূর্ণ উৎসব হল এই নববর্ষ। 

জানুন প্রিয়জনকে কী শুভেচ্ছাবার্তা পাঠাতে পারেন আপনি।

তোমার সমস্ত কামনা পূর্ণ হোক। ঈশ্বরের ভালোবাসা তোমার জীবনে থাকুক। শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। 

নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত। সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো। শুভ নববর্ষ সকলকে।  

নীল আকাশের মেঘের ভেলায়, ঘাসের উপর শিশির কণায়, প্রজাপতির রঙিন ডানায়, ফাল্গুনের ফুলের মেলায়, বৈশাখে তোমায় শুভেচ্ছা জানাই! 

এসো হে বৈশাখ এসো এসো...আগামীটা সকলের ভাল কাটুক। নতুন বছরের শুভেচ্ছা।  

নতুন সকাল, নতুন দিন, নতুন করে শুরু হোক সব। শুভ নববর্ষ ১৪২৩১। 

আশা করছি, এই নববর্ষ যেন তোমার জীবনের শ্রেষ্ঠ বছর হয়। তোমার সমস্ত প্রত্যাশা পূরণ এবং স্বপ্ন সত্যি হোক। শুভ নববর্ষ ১৪৩১।