4 JUNE, 2024

BY- Aajtak Bangla

জীবনে সফলতা পাওয়ার ১৫টি সূত্র, জানলেই কাজে লাগবে

সাফল্য অর্জনের প্রথম সূত্র হল ইতিবাচক চিন্তা এবং ইতিবাচক পরিবর্তন। আসুন জেনে নেওয়া যাক একজন মানুষের কী কী গুণ থাকা উচিত, যার মাধ্যমে সে পেতে পারে সাফল্যের চাবিকাঠি।

আজ থেকে পাঁচ বছর পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করবে এখন আপনি কী ধরনের বই পড়ছেন, কোন ধরনের মানুষের সঙ্গে মেলামেশা করছেন সেটার উপর।

সাফল্য হল ৯৫% কঠোর পরিশ্রম আর ৫% অনুপ্রেরণার ফল।

যে ব্যক্তি পড়তে পারে কিন্তু পড়ে না আর যে ব্যক্তি পড়তে পারে না দুই-ই সমান।

ফার্স্ট ইমপ্রেশন খুবই গুরুত্বপূর্ণ। কারণ কোনও কথা বলার আগেই একজনের সঙ্গে সাক্ষাৎ হওয়ার তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যেই তার সম্পর্কে একটা ধারণা হয়ে যায়।

আপনি কী অর্জন করেছেন, সাফল্য মাপার মানদণ্ড সেটা নয় বরং আপনি পড়ে যাওয়ার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটা।

পরাজয়ের ভয়, পরাজয়ের চেয়েও খারাপ।

একটা পরাজয় আরও পরাজয়ের জন্ম দেয়। কারণ প্রত্যেকটা পরাজয়ের সঙ্গে ব্যক্তি তার আত্ম-মূল্য হারিয়ে ফেলে যেটা পরবর্তী পরাজয়ের কারণ।

পরাজিতরা কোনও কিছু ঘটার অপেক্ষায় থাকে। তারা কখনই কোন কিছু ঘটাতে পারে না।

যে সবকিছু তৈরি পাওয়ার জন্য তৈরি, সে জীবনে কিছু করতে পারে না। সফল ও ব্যর্থ উভয়ের দিনই ২৪ ঘণ্টায়।

NO মানে একেবারে না নয়। NO = Next Opportunity.

বাহ্যিক সাফল্য আচরণের উপর নির্ভর করে। যদি আপনি নিজেকে চরিত্রবান, সাহসী, সৎ বলে বিশ্বাস করেন তাহলে এগুলো আপনার আচরণে প্রতিফলিত হবে।

জয়ী হতে হলে কী কী করতে হবে বিজয়ীরা সেটার উপর গুরুত্ব দেয়।

আপনি সবসময় যা করে এসেছেন, এখনও যদি সেটাই করেন তাহলে সবসময় যা পেয়েছেন, এখনও তাই পাবেন।

সম্পর্ক তৈরি করা একটা প্রক্রিয়া, কোন ঘটনা না।

আপনার ইচ্ছা শক্তি আপনার ভাগ্যকে নিয়ন্ত্রণ করবে।