BY- Aajtak Bangla
06 May, 2024
আচার্য চাণক্যের কথা মানলে জীবনে সাফল্য আসে। তিনি ছোটো থেকে বড়ো সবাইকে জীবনের প্রতিটি সময়ের জন্যে সুপরামর্শ দিয়েছেন। সেই পরামর্শ মানলেই জীবনে সাফল্য আসবে।
ঠিক সেই রকমই চাণক্য পড়ুয়াদের জন্যেও নানা পরামর্শ দিয়েছেন। চাণক্যের মতে স্কুল-কলেজ পড়ুয়ারা এই নীতি মেনে চললে জীবনে সাফল্য পাবেন।
চাণক্যের মতে, পড়ুয়াদের আলস্য ত্যাগ করা উচিত। যে কাজে মন চায় সেই কাজ পড়ুয়াদের করা উচিত। তবেই সাফল্য আসবে।
পড়ুয়াদের সময়ে কাজ শেষ করার অভ্যাস থাকাটা অত্যন্ত জরুরি। সারাদিনের একটি রুটিন বানিয়ে পড়াশোনা, খেলাধুলা, গানবাজনার জন্যে আলাদা আলাদা সময় বের করতে পারলে কাজ দ্রুত শেষ হবে।
চাণক্যের মতে, পড়ুয়াদের মধ্যে সবসময় শৃঙ্খলা বজায় থাকা উচিত। নাহলে তাঁরা জীবনে উন্নতি করতে পারবে না।
কথাতেই আছে সৎ সঙ্গে স্বর্গবাস এবং অসৎ সঙ্গে সর্বনাশ। চাণক্যও সেই একই কথা বলেছেন, যে আপনাকে সঠিক লোকের সঙ্গে মেলামেশা করতে হবে।
সঠিক বন্ধু নির্বাচন করতে জানতে হবে। নাহলে আপনার ভবিষ্যত ক্ষতির মুখে পড়তে পারে।