BY- Aajtak Bangla

শত্রুও আপনার কোনও ক্ষতি করতে পারবে না, মানুন চাণক্যের এই টিপস

11 Sep, 2024

জীবনের উন্নতির পথে কখনও কখনও বাধা হয়ে দাঁড়ায় প্রতিবেশী, অফিস কলিগ বা সহ-ব্যবসায়ীরা।

তবে তাদের চিনতে সময় লেগে যায়। বন্ধুর মতো মিশে শত্রুতা করে যায় তারা। কিন্তু আচার্য চাণক্যের মতে এমন ৪ টে বিষয় আছে যেগুলো মানলে শত্রুও কিছু করতে পারবে না।

অর্থাৎ শত্রু উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। বরং সাফল্য আসবে। জীবনের চলার পথ মসৃণ হবে।

চাণক্যের মতে, নিজের দুর্বলতার কথা কখনও কাউকে বলা উচিত নয়। এতে সেই দুর্বলতার সুযোগ নিতে পারে অনেকে।

চাণক্যের মতে, কখনও মুর্খ মানুষের সঙ্গে থাকা উচিত নয়। তাদের পরামর্শ নেওয়া থেকেও বিরত থাকা উচিত।

যদি কেউ মুর্খদের কথা মেনে চলে তাহলে কোনও না কোনওদিন তার কুফল ভোগ করতেই হবে।

চাণক্যের মতে, কখনও কাউকে না জেনে বা চিনে অন্ধের মতো বিশ্বাস করা একেবারেই উচিত নয়।

অন্ধভাবে বিশ্বাস করলে তার ফল হাতেনাতে মেলে। কারও প্রতি বিশ্বাসই ডেকে আনতে পারে চরম বিপদ।

চাণক্যর মতে, মিষ্টভাষা খুব প্রয়োজন। কথার জোরে শত্রুকেও বন্ধুত্বে পরিণত করা যায়। সেই কারণে ভালো কথা বলা দরকার।