BY- Aajtak Bangla

ব্যর্থতা ভুলিয়ে সাফল্য এনে দেবে মিলখার টিপস, বদলে যাবে জীবন

11 June  2024

success tips of milkha singh How can a person become successful rules of success suk

মিলখা সিং দেশের অন্যতম সর্বকালের সেরা ক্রীড়াবিদ। সেই মিলখা সিং সাফল্য নিয়েও একাধিক টিপস দিয়েছেন। যা মেনে চললে সাফল্য ধরা দেবেই। 

মিলখা সিং বলেছিলেন, এমন কিছু কাজ আছে যেগুলো করলে ব্যর্থতা ভুলে ফের নতুন করে কেউ সাফল্য পেতে পারে। সেজন্য কয়েকটা টিপস মেনে চললেই হবে।

মিলখার মতে, কেউ যদি মন থেকে স্বপ্নপূরণ করতে চায় তাহলে সে সাফল্য পাবেই।

জীবনে ভালো ও খারাপ সময় আসবেই। তবে থেমে গেলে চলবে না। নৌকা যেভাবে সমুদ্রে ভাসে সেভাবে নিজেকেও লক্ষ্যে ভাসিয়ে রাখতে হবে। 

সাফল্যের তিন সূত্র। নিয়ম মেনে জীবন যাপন, কঠোর পরিশ্রম ও ইচ্ছেশক্তি। তিনটেই মেনে চলতে হবে।  . .

যখন জীবনে খারাপ সময় আসবে তখনও থেমে গেলে চলবে না। যে কোনও কাজ অবিরাম করে যেতে হবে। বারবার করে যেতে হবে।   . .

প্রতিভা অনেকের থাকে। তবে প্রতিভা থাকলেই সব হয় না। তাকে ঘষে মেজে চকচকে করতে হয়। তবেই সাফল্য ধরা দেবে। 

২০১৩ সালে মিলখা সিংয়ের জীবনকাহিনী নিয়ে সিনেমা তৈরি হয়েছে। তিনি পদ্মশ্রী সম্মানও পেয়েছেন।