24 Sept, 2024
BY- Aajtak Bangla
মানুষের সর্বদা বর্তমানে বেঁচে থাকা দরকার। ভবিষ্যতে কী হবে তা ভেবে লাভ নেই। অতীত নিয়েও চিন্তিত হওয়ার প্রয়োজন নেই।
একজন মানুষের তাঁর মনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকা উচিত। মনকে নিয়ন্ত্রণ না করা গেলে মন শত্রুর মতো কাজ করে।
নিজের প্রতি বিশ্বাস হারিও না। বিশ্বাসই সব। নিজেকে নিয়ে যা বিশ্বাস করা যায় তাই হয়।
=
মানুষের উচিত ফলাফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে নিজের কাজে মনোনিবেশ করা। কারণ মানুষ তার কর্ম অনুযায়ী ফল পায়। তাই ভালো কাজ করতে হবে।
যে ব্যক্তি আসক্তি ছাড়া যা পায় তাতেই সন্তুষ্ট থাকে, কিছু না পেলে যে হতাশ হয় না, সে জ্ঞানী।
শান্তি, নম্রতা, নীরবতা, আত্মনিয়ন্ত্রণ এবং পবিত্রতা হল মনের শৃঙ্খলা।
শ্রী কৃষ্ণ বলেছেন, যারা সন্দেহ, সংশয়, দ্বিধা বা দ্বন্দ্বে বাস করে তারা এই জগতেও সুখ পায় না, পরলোকেও পায় না।
একটা সময়ের পর আমরা বুঝতে পারি যে আমরা সেই সব অপ্রয়োজনীয় মানুষকে বেশি গুরুত্ব দিয়ে এসেছি, যাদের অবদান আমাদের জীবনে কিছুই না।
প্রত্যেক মানুষের নিজের রাগ নিয়ন্ত্রণে রাখা জরুরি। যখনই কোনও মানুষ রেগে যান, তিনি নিজের উপর নিয়ন্ত্রণ হারান।