BY- Aajtak Bangla
22 May 2024
ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে গীতার প্রচার করেছিলেন। সংসার, সাফল্য সব নিয়েই তিনি অর্জুনকে উপদেশ দিয়েছিলেন।
শ্রীকৃষ্ণের উপদেশকে জীবন শিক্ষা বললেও ভুল হয় না। একজন মানুষ কীভাবে সাফল্য পেতে পারেন, গীতায় তারও উল্লেখ রয়েছে।
শ্রীকৃষ্ণ এমন কিছু উপদেশ দিয়েছিলেন যেগুলো মেনে চললে সাফল্য আসবে। অর্থনৈতিক, সামাজিক সব ক্ষেত্রে সফল হবেন এক ব্যক্তি।
গীতায় শ্রী কৃষ্ণ বলেছেন, মানুষের উচিত ফলাফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে নিজের কাজে মনোনিবেশ করা। একজন মানুষ যে কাজই করুক না কেন, সেই অনুযায়ী ফল সে পাবেই।
শ্রীকৃষ্ণের মতে, একজন মানুষ নিজেকে সবথেকে ভালো চেনে। তাই নিজেকে মূল্যায়ন করা খুবই গুরুত্বপূর্ণ। . .
গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি নিজের গুণ ও ত্রুটিগুলোকে জানে তার ব্যক্তিত্ব হয় আকর্ষণীয়। সব কাজে সাফল্য আসে। . .
আমাদের মনই আমাদের দুঃখের কারণ। তাই যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করে সে দুশ্চিন্তা ও কামনা-বাসনা থেকে দূরে থাকে।
সেই ব্যক্তি সহজেই লক্ষ্যে পৌঁছতে পারে। তার পক্ষে যে কোনও কাজ তখন সহজ মনে হয়। তাই মনকে নিয়ন্ত্রণে রাখা দরকার। ।
শ্রীকৃষ্ণের মতে, একজন ব্যক্তির সন্দেহ বা সংশয়ের মধ্যে থাকা উচিত নয়। ।
যে ব্যক্তি সন্দেহের মধ্যে থাকে তার কোনওদিন উপকার হয় না। তাই যে কোনও সিদ্ধান্ত সব সময় সংশয় দূর করে নিতে হয়। ।