BY- Aajtak Bangla
7 May 2024
vikas divyakirti
বিকাশ দিব্যকীর্তিকে চেনেন না এমন মানুষ দেশে এখন কমই আছেন। তিনি UPSC পরীক্ষায় প্রথমবারের চেষ্টাতেই সফল হন। তারপর চাকরিতেও যোগ দেন। তবে পরে চাকরি ছেড়ে ইনস্টিটিউট খোলেন।
মধ্যবিত্ত পরিবারের যে কোনও বয়সের ছেলে-মেয়েদের জীবনে সাফল্য কীভাবে আসবে? তা নিয়েও গুরুত্বপূর্ণ টিপস দিয়েছেন বিকাশ দিব্যকীর্তি। তাঁর মতে যে কোনও ছেলে-মেয়ের পক্ষে সফল হওয়া সম্ভব।
সাফল্য পেতে দুটো জিনিস খুবই প্রয়োজন। তার মধ্যে প্রথমটি হল উদ্যম বা অধ্যবসায়। প্রকাশ দিব্যকীর্তির মতে, উদ্যম খুব প্রয়োজন। যে কোনও কাজে সাফল্য পেতে গেলে উদ্যমী হওয়া দরকার।
আর একটি মন্ত্র হল নিয়ম মেনে চলা। রুটিন বা নিয়ম মেনে চললে জীবনে সাফল্য আসে বলেই মনে করেন বিকাশ দিব্যকীর্তি। .
তিনি মনে করেন, উদ্যম ও নিয়মানুবর্তিতার মধ্যে ফারাক আছে। তবে তা সামান্য। উদ্যম না থাকলে নিয়মানুবর্তিতা আসবে না বলে জানিয়েছেন তিনি।
বিকাশ দিব্যকীর্তির মতে, জীবনকে সরলভাবে নেওয়া উচিত। কোনও ছাত্রছাত্রীকে সফল হতে গেলে ৮ ঘণ্টা লেখাপড়া করা দরকার। সঙ্গে দরকার ৮ ঘণ্টা ঘুমও। ।
সন্তানদের উপর সমাজের সব চাপটা চাপিয়ে দেওয়াও ঠিক নয় বলে মনে করেন বিকাশ। তাঁর মতে, যার যেটাতে আগ্রহ সেটাই করতে দেওয়া উচিত।