4 JULY, 2024
BY- Aajtak Bangla
গৌড় গোপাল দাস একজন জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার। জীবনের নানা অভিজ্ঞতাকে কেন্দ্র করে তিনি নানা বিষয়ে মতামত দেন।
তিনি বলেছেন, "সাফল্যের রাস্তা আকর্ষণীয় কিন্তু পার্কিং স্পেস দিয়ে ভরা। তাই সকল বাধা টপকে এগিয়ে যেতে হবে।"
“জীবনে কখনও থার্মোমিটার হবেন না সবসময় থার্মোস্ট্যাট থাকুন। কারণ, থার্মোমিটার পরিবেশের তাপমাত্রাকে প্রতিফলিত করে কিন্তু থার্মোস্ট্যাট গুলি তাপমাত্রা পরিবর্তন করে।"
তিনি আরও বলেছেন, “জীবন মানে নিজেকে খুঁজে পাওয়া নয়। নিজেকে তৈরি করা।"
এছাড়াও গৌড় গোপাল দাস বলছেন, “জীবনের খেলায় দর্শক নয়, খেলোয়াড় হওয়ার চেষ্টা করুন।"
তিনি বলছেন, “আপনার সঙ্গে যা হচ্ছে তা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। কিন্তু আপনার মনোভাবকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন।"
“আপনি পরিবর্তনকে অভিভূত না করে পরিবর্তিনকে আয়ত্ত করুন।“
গৌড় গোপাল বলেন, “ সাফল্য কোনোদিন গন্তব্য হতে পারে না। সাফল্য শুধুমাত্র যাত্রার বিষয় মাত্র।“
গৌড় গোপালের মতে, “জীবন একটি নদীর মতন। নদীর জল যেমন আপনি চাইলেও দুবার ছুঁতে পারবেন না তেমনি জীবনের একটা দিন চলে গেলে আপনি আর সেই দিনটি ফিরে পাবেন না।“
তিনি বলছেন, “ খোঁজার মধ্যে নয় কম উপভোগ করার মধ্যে সুখের চাবিকাঠি আছে।“
এছাড়া তিনি বলছেন, “ জীবন আয় করার জন্য নয়। জীবন প্রভাব বিস্তার করার জন্য।“