18 June, 2024

BY- Aajtak Bangla

হঠাৎ বাড়িতে সাপ? ছড়িয়ে দিন এই পাউডার, লাঠিও লাগবে না, মারতেও হবে না

বর্ষায় অনেকের বাড়তেই সাপ ঢুকে পড়ে। কিছু বিষধর সাপ, কিছু নির্বিষ।

সাপ যেমনই হোক, রাত বিরেতে বাড়িতে ঢুকলে তা মোটেই এড়িয়ে যাওয়ার বিষয় নয়।

অনেকে বাড়িতে সাপ ঢুকলে চিৎকার চেঁচামেচি জুড়ে দেন, লাফালাফি শুরু করেন। এসব একদম ভুল।

বাড়িত সাপ ঢুকলে কী করবেন জেনে রাখুন। খুব কাজে লাগবে।

সবার আগে বাড়ির সবক'টা দরজা বন্ধ করে দিন। যাতে সাপ অন্য ঘরে না ঢুকতে পারে।

সাপ শব্দ শুনতে পায় না, তারা কম্পন বুঝতে পারে। যে কোনও জোর আওয়াজে সাপ পালিয়ে যায়।

বড় বিষধর সাপ হলে অ্যানিমাল রেসকিউ টিমে খবর দিন, তা যদি না হয় তবে এই এক পাউডার হাতের কাছে রাখুন।

গুঁড়ো সালফার সাপ তাড়ানোর জন্য একটি দুর্দান্ত বিকল্প। এটি যদি ছড়িয়ে দেন সাপের ত্বক জ্বালা করে তাই তারা ফিরে আসে না। 

সালফার ছড়ানোর সময় নাক এবং মুখ ঢেকে রাখবেন, মাস্ক পরবেন। কোনও চামচ দিয়ে ছড়িয়ে দেবেন।

বর্ষায় এই পাউডার ছড়িয়ে রাখল সাপ এমনিতেও বাড়িমুখো হবে না।