22 March, 2024

BY- Aajtak Bangla

সুখী দাম্পত্যের মূলে এই ৪ নিয়ম, জানালেন সুধা মূর্তি

 ইন্ডিয়া টুডে কনক্লেভ ২০২৪-এ বক্তব্য রাখেন ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তি ও সুধা মূর্তি।

কীভাবে এক সাধারণ দম্পতি থেকে দেশের শিল্পক্ষেত্রে অন্যতম সফল হয়ে উঠলেন, সেই কাহিনীই শেয়ার করলেন তাঁরা। 

স্বভাবসিদ্ধ ভঙ্গিতে, আজকের নতুন দম্পতিদের জন্যও টিপস দেন সুধা মূর্তি। 

দম্পতিদের এই ৪ টি টিপস মেনে চলার পরামর্শ দেন সুধা মূর্তি।  আসুন সেগুলি জেনে নেওয়া যাক। 

১. স্বামী-স্ত্রী ঝগড়া হবেই। একেবারে ঝগড়া-ঝামেলা ছাড়া কোনও দম্পতি থাকতে পারেন না।

২. একজন রেগে গেলে আরেকজনকে শান্ত থাকতে হবে। দু'জনেই রেগে গেলে চলবে না।

৩. কেউ-ই পারফেক্ট নন। প্রত্যেকেরই কিছু ভাল গুণ আছে, খারাপ গুণ আছে। সেটা মেনে নিতে হবে। 

৪. স্ত্রীদের পাশে পুরুষদেরও রান্নাঘরে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। রান্না খালি মহিলাদের কাজ ভাবলে চলবে না। 

দম্পতিরা এই সাধারণ ৪টি নিয়ম মেনে চললেই তাঁদের দাম্পত্য জীবন সুখের ও দীর্ঘস্থায়ী হবে।