BY- Aajtak Bangla
10 April, 2024
জীবনের চলার পথের নানা অভিজ্ঞতা থেকে বিখ্যাত লেখিকা সুধা মূর্তি ১০ টি টিপস দিয়েছেন । যা আপনার জীবনে সফলতা আনতে পারে।
লেখিকা হওয়ার পাশাপাশি সুধা মূর্তি একজন ইঞ্জিনিয়ার ও সমাজসেবিকা। জীবনের পথে সহজে এগিয়ে যেতে সুধা মূর্তির এই টিপসগুলি আপনাকে সাহায্য করবে।
১। জীবনে সংবেদনশীল হওয়া উচিত নয়। যারা বেশি সংবেদনশীল তাদের জীবনে বেশি কষ্ট পেতে হয়।
২। জীবনে তুমি আর্থিকভাবে সফল হও আর না হও , সবসময় নিজের কাজ নিজের হাতে করা উচিত ও শারীরিক ভাবে সর্বদা ফিট থাকা উচিত।
৩। সরলতাই জীবনের আসল সুন্দরতা। তাই জীবনে সবসময় সরল থাকার চেষ্টা করুন।
৪। আগুন কখনই আরেক আগুনকে নেভাতে পারে না। কেবল জলই আগুন নেভাতে পারে। তাই কখনও কোনও বিষয়ে অপরদিকের মানুষ রেগে গেলে আপনি শান্তভাবে তা মেটানোর চেষ্টা করুন।
৫। একজন মানুষ খনই জীবনের সব লড়াই জিততে পারে না। তাই জীবনের আসল যুদ্ধগুলো জিততে কিছু কিছু লড়াই হেরে যাওয়া উচিত।
৬। জীবনের সব বিষয়ে যুদ্ধ করার থেকে কিছু সময় হেরে যাওয়া বা আপোস করে নেওয়া ভালো।
৭। বিবাহিত জীবন একটি সংঘর্ষের মধ্যে বয়ে যায়। খুব কম ভাগ্যবান মানুষ থাকে যারা বিবাহিত জীবনে সুখে দিন যাপন করেন।
৮। আপনি পৃথিবীতে সবাইকে খুশি করবে চলতে পারবেন না। যদি আপনি সবাইকে খুশি করার চেষ্টায় থাকেন তাহলে আপনি কাউকেই জীবনে খুশি করতে পারবেন না।
৯। আমাদের প্রত্যেকের জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য থাকা উচিত যার সাহায্যে আমরা অপরকে সাহায্য করতে পারি।
১০। যে কাজ আপনি করতে পছন্দ করেন স্বাধীনভাবে সেই কাজ করুন , কারণ নিজের পছন্দের কাজে আপনি সুখ বা আনন্দ খুঁজে পাবেন।