20 SEPTEMBER 2024
BY- Aajtak Bangla
প্রত্যেক পিতা-মাতাই তাদের সন্তানকে ভালভাবে লালন পালন করতে চান।
আপনি সুধা মূর্তির থেকে সন্তানদের সঠিক ভাবে মানুষ করার টিপস নিতে পারেন।
সুধা মূর্তি ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা এন.আর. নারায়ণ মূর্তির স্ত্রী।
সুধা মূর্তি বলেন অভিভাবকত্ব একটি দায়িত্ব এবং প্রত্যেকেরই তা ভালোভাবে পালন করা উচিত।
ভাল অভিভাবকত্ব থাকলে, সন্তানরা তাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে।
সন্তানদের ভুল করা থেকে বিরত করা উচিত নয়। যদি সে জ্ঞাতসারে বা অজান্তে কোন ভুল করে থাকে তবে তাকে তা করতে দিন।
ভুল থেকেই লোকে শেখে। বাচ্চাদের ভুল তাদের শিখতে সাহায্য করবে।
অভিভাবকদের উচিত তাদের সন্তানদের গাইড করা। শিশুদের সমর্থন করা উচিত।
শিশুদের পথ দেখানোর পরিবর্তে, তাদের নিয়ন্ত্রণ করা উচিত নয়, শিশুরা স্বাধীন, তাদের নিজেদের মত জীবনযাপন করার অধিকার রয়েছে।