16 April, 2024

BY- Aajtak Bangla

রোজ এই কাজ আপনাদের করবে পারফেক্ট  কাপেল, সুধা মূর্তির টিপস

বিয়েকে বলা হয় জন্ম জন্মান্তরের বন্ধন। সেই বন্ধনকে আরও শক্তিশালী করতে এই নিয়মগুলি মানা খুব প্রয়োজন।

বিয়ে এমন একটি সামাজিক অনুষ্ঠান যেখানে দুটি মানুষ একে অপরের সঙ্গে থাকার এবং সুখ দুঃখ ভাগ করে নেওয়ার শপথ নেয়।

কিন্তু মানুষ এখন যুগের সঙ্গে বদলে যাচ্ছে। তাঁরা নিজের মতো নিজেরা থাকতে পছন্দ করছে। একে অপরের ব্যাপারে ঢোকেন না। আর সেই কারণে বিবাহ বিচ্ছেদের সংখ্যাও দিন দিন বেড়ে চলেছে।

সম্পর্ক টিকিয়ে রাখতে প্রখ্যাত মোটিভেশনাল স্পিকার সুধা মূর্তি পরামর্শ দিচ্ছেন-

মানুষ যখন কোন সম্পর্কে আবদ্ধ হন তখন দু'জনের দুজনকে ভালবাসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে টাকা ভালোবাসার থেকে বেশি গুরুত্ব পেয়ে থাকে।

তাই তিনি বলেছেন যে এইরকম মানসিকতা থাকলে সম্পর্ক বেশিদিন টেকে না।

আমাদের সবাইকেই অন্যকে সন্মান করা ছোটবেলা থেকে শেখান হয়। কিন্তু বয়েসের সঙ্গে সঙ্গে সেই সন্মান করা আমরা ভুলতে থাকি।

এক্ষেত্রে তিনি বলেছেন নিজের সঙ্গীকে ভালোবাসার পাশাপাশি সন্মান না করতে পারলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে না।

এই কথাগুলি মাথায় রাখুন এবং ভালো ও খারাপ সময় একসঙ্গে থাকুন। সম্পর্ক আরও গভীর হবেই হবে।