BY- Aajtak Bangla

সম্পর্ক হবে মজবুত, মানুন সুধা মূর্তির এই ৪ টিপস

07 SEPTEMBER, 2024

বিয়ে যে কারও জীবনেই বিশেষ মুহূর্ত। সারাজীবন এক সঙ্গে পথচলার অঙ্গীকার।

সারাজীবন একসঙ্গে ২ জন মানুষের বেঁধে বেঁধে থাকাটা কিন্তু সহজ নয়। আর সে কারণেই ভেঙে যায় বিয়ে।

বিয়ে টিকিয়ে রাখা চ্যালেঞ্জের মতোই। বিয়ে টিকিয়ে রাখার বিশেষ কিছু টিপস দিয়েছেন সুধা মূর্তি।

দেশের তরুণ দম্পতিদের উদ্দেশে সুধার পরামর্শ, যখন বিয়ে হয়েছে, তখন একসঙ্গে থাকতেই হবে।

সুধার মতে, বিয়ে হলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হবেই। ঝগড়া না হলে বুঝবেন তাঁরা স্বামী-স্ত্রী নন।

সুধার পরামর্শ, ঝগড়া হলে এক জনকে শান্ত থাকতে হবে। একজন রাগ করলে অন্য জনকে রাগ ভাঙাতে হবে।

সুধা বলেছেন যে, বিয়েটা একটা বোঝাপড়া। স্বামী- স্ত্রীর মধ্যে বোঝাপড়া ভাল হতে হবে।

তাঁর আরও পরামর্শ, স্ত্রীকে রান্নায় সাহায্য করতে হবে পুরুষদের। এটা খুবই গুরুত্বপূর্ণ।

সুধার মতে, প্রত্যেকের জীবনেই ভাল-মন্দ কিছু রয়েছে। তাই একে অপরকে সামলাতে হবে ভাল করে।