BY- Aajtak Bangla
3 January 2025
রোজকার জীবনে চিনি নানা কাজে লাগে। চায়ে অনেকেই চিনি দিয়ে খান। আবার রান্নাতেও অনেকে চিনি দেন।
সে কারণে সকলের বাড়িতেই নুন-তেলের মতো চিনি থাকে।
আবার চিনি দিয়ে জীবন বদলে যাবে। জ্যোতিষ মতে, চিনির নানা টোটকা রয়েছে। জেনে নিন...
জ্যোতিষ মতে, ব্যবসায় সমস্যা তৈরি হলে আটার সঙ্গে চিনি মিশিয়ে পিঁপড়ে বা কাককে খাওয়ান। এতে ভাল ফল পাবেন। . .
নারকেলের সঙ্গে চিনি মিশিয়ে পিঁপড়েকে খাওয়ালে শনির মহাদশা কেটে যায়। . .
প্রতি রবিবার গঙ্গাজলের সঙ্গে চিনি মিশিয়ে সূর্যদেবকে অর্পণ করলে শুভ ফল পাওয়া যায়।
রাতে তামার ঘটিতে চিনির জল মাথার কাছে রাখুন। সকালে ওই জল খেলে চাকরির খোঁজে বেরোলে সুখবর পেতে পারেন। ।
কোনও কাজে বেরোনোর আগে ঘি এবং চিনি একসঙ্গে মিশিয়ে মুখে দিন। তাহলে সব কাজ সফল হবে।