BY- Aajtak Bangla

চিনিতেই চকচকে হবে মুখ! রূপচর্চায় সঠিকভাবে কাজে লাগাতে হবে 

8 FEBRUARY, 2025

শরীরের জন্য চিনি একেবারেই ভাল না। রক্তে শর্করার পরিমাণ বাড়ানো ছাড়াও, শরীরে নানা রোগ ডেকে আনে চিনি।   

তবে রূপচর্চার জন্য চিনি কিন্তু দারুণ কার্যকরী। ত্বকের জমে থাকা মৃত কোষ দূর করতে পারে চিনি। 

 চিনির মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড রয়েছে, যা কোলাজেন উৎপাদনে সহায়তা করে। ফলে ত্বকের টান টান ভাবও বজায় থাকে।

এছাড়াও জৌলুসহীন ত্বকে জেল্লা ফিরিয়ে আনে চিনি। জানুন কীভাবে রূপচর্চা করবেন চিনি দিয়ে। 

চিনির সঙ্গে পাতি লেবুর রস মিশিয়ে,আঙুল দিয়ে গোল গোল করে ম্যাসাজ করুন। ৩০ মিনিট পরে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। 

তৈলাক্ত ত্বকের জন্য এটি দুর্দান্ত স্ক্রাবার। সপ্তাহে দু'বার ব্যবহার করতে পারেন।

চিনি গুঁড়ো করে, ওটমিলের সঙ্গে মিশিয়ে নিন। সঙ্গে মিশিয়ে নিন অলিভ অয়েল বা নারকেল তেল। মুখে মেখে আধ ঘণ্টা পর হালকা ভাবে ঘষে তুলুন।

রোদে পোড়া দাগ এবং মৃত কোষ থেকে মুক্তি পেতেও চিনি খুব উপকারী। এর জন্য চিনি এবং টম্যাটোর ক্বাথ দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন।  

এই মিশ্রণটি ত্বকের ক্ষেত্রে  দারুণ অ্যান্টি-এজিং উপাদান হিসাবে কাজ করে।