BY- Aajtak Bangla

আখ ছাড়াই আখের রস! খেলেই পাবেন সেই একই স্বাদ, জানুন রেসিপি

11th May, 2024

এই গরমে আখের রসের চাহিদা খুবই তুঙ্গে। রাস্তায় বেরোলেই এই পানীয় না খেলেই নয়।

কিন্তু বাড়িতে আখের রস তৈরি করা যায় না। কারণ আখের রসের জন্য গান্নার দরকার হয় যা বাড়িতে নেই।

তবে আখ ছাড়াই আখের রস তৈরি করা যায়। যা খুবই সহজ। জেনে নিন তাহলে এই রেসিপি।

উপকরণ গুড়, পুদিনা পাতা, লেবুর রস, বরফ, বিটনুন।

পদ্ধতি সব উপকরণ একসঙ্গে দিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিন।

ব্যস তৈরি আপনার আখ ছাড়াই আখের রস।

গ্লাসে ঢেলে বরফ দিয়ে পরিবেশন করুন এই রস।

আখের রসের বিকল্প এই রসেও পাবেন আখের রসের সব গুণ। যা আপনার শরীরের জন্য ভাল এবং দারুণ পুষ্টিকরও।