05 April, 2024

BY- Aajtak Bangla

গরমে নাজেহাল, মাত্র ৯,০০০-এ কিনুন এসি

গরমে নাজেহাল অবস্থা প্রায় সকলেরই। এর থেকেই মুক্তি দিতে এল পোর্টেবেল এয়ার কন্ডিশন।

সোনি বাজারে আনছে রিয়ন পকেট নামে একটি পোর্টেবেল এসি। সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে সোনির এই এসি।

রোজকার পরার জামাতেও লাগিয়ে রাখা যবে এই এসি। ব্লু টুথের মাধ্যমে কানেক্ট করা যাবে এই এসি।

শুধু গরম বলে নয়, প্রবল ঠান্ডাতেও এই এসি ব্যবহার করা যাবে শরীর গরম রাখতে।

দুই ঘন্টা চার্জ দিলে ৯০ মিনিট চালান যাবে এই এসি।

এই এসি কিনতে খরচ মাত্র ৯,০০০ টাকা। ফলে সাধারণ এসি-র থেকে এর দাম অনেক কম।

অ্যাপেল, অ্যান্ডরয়েড যে কোনও ফোন থেকে এই এসি নিয়ন্ত্রন করা যাবে।

তবে লাইট পোর্টেবেল এসির ক্ষেত্রে তা ম্যানুয়ালি নিয়ন্ত্রণ করতে হবে।