05 May,  2025

BY- Aajtak Bangla

গরমে সঙ্গী করুন নারকেল তেল, ম্যাজিক উপকার; কীভাবে ব্যবহার করবেন?

প্রচণ্ড গরমে শরীর ও ত্বককে ঠান্ডা ও সুস্থ রাখতে নারকেল তেল হতে পারে আপনার সেরা সঙ্গী। প্রতিদিন ব্যবহার করলে মিলবে স্বাস্থ্যকর উপকারিতা।

প্রচণ্ড গরমে শরীর ও ত্বক শুষ্ক হয়ে পড়ে, তৈরি হয় নানা সমস্যা। এই সমস্যাগুলোর সহজ ও ঘরোয়া সমাধান হতে পারে নারকেল তেল। এই প্রাকৃতিক তেল শুধু চুলের জন্য নয়, বরং সারা শরীরের জন্য দারুণ উপকারী।

১. ত্বক ঠান্ডা রাখে: নারকেল তেল শরীরে লাগালে তা দ্রুত ঠান্ডা অনুভূতি দেয় ও ত্বকের উত্তাপ কমায়।

২. ঘামের দুর্গন্ধ কমায়: গরমে অতিরিক্ত ঘামে যে দুর্গন্ধ তৈরি হয়, নারকেল তেল তা রোধে সহায়ক।

৩. রোদে পোড়া ত্বক ঠিক করে: সূর্যের তাপ থেকে পোড়া ত্বকে নারকেল তেল লাগালে আরাম ও পুনর্গঠনের কাজ করে।

৪. ত্বক আর্দ্র রাখে: ত্বক শুষ্ক হয়ে যাওয়ার সমস্যায় নারকেল তেল দারুণ ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে।

৫. ঘামজাত সংক্রমণ প্রতিরোধ করে: এর অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ত্বকে ইনফেকশন প্রতিরোধে সাহায্য করে।

৬. গরমে চুল পড়া কমায়: চুলে নারকেল তেল মালিশ করলে মাথার ত্বক ঠান্ডা থাকে এবং চুল পড়া রোধ হয়।

৭. গা চুলকানি ও র‍্যাশ কমায়: অতিরিক্ত গরমে শরীরে হওয়া চুলকানি বা র‍্যাশে নারকেল তেল লাগালে আরাম পাওয়া যায়।

৮. পায়ের গোড়ালি ফাটা সারায়: গরমে ধুলো ও গরম বাতাসে পায়ের গোড়ালি ফেটে গেলে নারকেল তেল মাখলে তা দ্রুত সারে।

৯. ঘুম ভালো হয়: রাতে গায়ে নারকেল তেল মেখে ঘুমালে শরীর ঠান্ডা থাকে, ফলে ঘুম ভালো হয়।

১০. মেজাজ ঠান্ডা রাখে: নারকেল তেলের সুগন্ধ ও ঠান্ডা অনুভব শরীরের সঙ্গে সঙ্গে মনও শান্ত রাখে।