BY- Aajtak Bangla

এই খাবার খেলে পেট হবে ফ্রিজের মতো ঠান্ডা, গরমে অব্যর্থ ওষুধ

03 Mayl, 2025

 খাবারই হতে পারে আপনার ঠান্ডা আরামদায়ক রক্ষাকবচ। পেট হবে যেন বরফের মত ঠান্ডা – একেবারে ভেতর থেকে।

তরল দই (Curd/Yogurt): প্রোবায়োটিক যুক্ত এই খাবার হজমে সাহায্য করে এবং পেট ঠান্ডা রাখে।

বাটার মিল্ক (Buttermilk): দই থেকে বানানো এই পানীয় শরীরের গরম কমাতে দুর্দান্ত কার্যকর।

শশা (Cucumber): জল ও ফাইবারে ভরপুর, শশা পেটের তাপমাত্রা স্বাভাবিক রাখে।

তরল নারকেল জল (Coconut Water): ইলেকট্রোলাইট সমৃদ্ধ এই পানীয় শরীর ও পেট দুই ঠান্ডা রাখে।

তরমুজ (Watermelon): ৯০% পানি ও ঠান্ডা প্রভাবের জন্য গরমে সবচেয়ে জনপ্রিয় ফল।

পুদিনা পাতা (Mint Leaves): ঠান্ডা প্রভাব ফেলে এবং হজমেও সহায়ক।

সবুজ লাউ (Bottle Gourd): রান্না করে বা জুস করে খেলে শরীর ঠান্ডা থাকে।

বেল শরবত (Bael Drink): পেট ঠান্ডা করে, গ্যাস্ট্রিক-অম্বল দূর করে।

সবুজ চা (Green Tea): হালকা গরমে পান করলেও শরীরের তাপমাত্রা কমায়।

লেবু জল (Lemon Water): সহজ, রিফ্রেশিং ও হজম সহায়ক।