গরমের থেকে বাঁচতে, দুপুরে খান এসব

28 March, 2025

BY- Aajtak Bangla

ইতিমধ্যেই প্রবল গরমে মানুষ নাজেহাল হয়ে পড়ছে। দক্ষিণবঙ্গে গরম যেভাবে পড়েছে তাতে মানুষ বিপর্যস্ত জনজীবন।

গরম বাড়ছে

এর ফলে শরীরে অস্বস্তি ক্লান্তি এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে। তবে এই গরমে সুস্থ থাকতে কী ধরনের খাবার খাবেন? জেনে নিন।

ক্লান্তি বাড়ছে

প্রথমে এই গরমে পাতিলেবু শরবত অত্যন্ত উপকারী এতে শরীরের জলের চাহিদা মেটে।

পাতিলেবু

মূলত এই গরম কালে সবজি মেনুতে রাখবেন! শসা, পটল, ঝিঙে, লাউ, পেঁপে এই ধরনের সবজিতে জলের পরিমাণ বেশি থাকে।

আর কী খাবেন?

এবং এই গরমে অত্যন্ত উপকারী। দুপুরে আহারের সময় অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার একদম খাবেন না।

কী খাবেন না?

পাতলা তরকারি খাওয়ার চেষ্টা করুন। সব কিছুর সঙ্গে টক ডাল সঙ্গে রাখুন।

টক ডাল

এতে শরীর ঠান্ডা রাখতে অনেকটাই সাহায্য করে। ভাত খাওয়ার পরে কাঁচা আমের শরবত খান!

কাঁচা আমের শরবত

তরমুজ শরীরে জলের শূন্যতা দূর করে, শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। তরমুজ খান নিয়মিত!

তরমুজ