31 May, 2024

BY- Aajtak Bangla

আরাম ও স্টাইল দুই-ই পাবেন এই পোশাকগুলোয়

ঢিলেঢালা হওয়ায় গরমের জন্য আদর্শ এক পোশাক কাফতান। সমুদ্রপাড়ের কড়া রোদ হোক কিংবা বাড়ির ভেতরের গরম, কাফতানেই আরাম।

কাফতানের কাপড়টি যত হালকা হবে, ততই ভালো। গরম কম লাগবে, আবার শরীরও ঢাকা থাকবে।

অনুষ্ঠান এবং জায়গা অনুযায়ী সব সময় কাফতানের কাপড় বেছে নিতে হবে। কাফতানের দৈর্ঘ্য বিষয়েও একই কথা। মাঝারি দৈর্ঘ্যের ছাপা নকশার কাফতান অফিসের জন্য মানানসই।

এদিকে আঁচল সামনে এনে বক্স কুঁচি করে নিতে হবে। সবশেষে আঁচলের শেষ প্রান্ত নিয়ে গুঁজে দিতে হবে কোমরে।

এই ভিন্নধর্মী শাড়ি পরায় কোমরে বেল্টের ব্যবহার করতে পারেন। এতে শাড়ি ড্র্যাপিংয়ে আসবে আধুনিকতার ছোঁয়া।

আজকালকার অনেক মেয়েরাই শাড়ির আঁচল বা কুঁচি সামলাতে রীতিমতো হিমসিম খান। প্রি ড্রেপ শাড়ির কল্যাণে সেই ভয় থেকে রক্ষা পাওয়া যায়।

নির্ভয়ে শাড়ি পরে নিশ্চিন্তে থাকার অন্যতম উপায় হল এই নতুন কেতা।

এই ভিন্নধর্মী শাড়ি পরায় কোমরে বেল্টের ব্যবহার করতে পারেন। এতে শাড়ি ড্র্যাপিংয়ে আসবে আধুনিকতার ছোঁয়া।