15 April, 2024
BY- Aajtak Bangla
এপ্রিলের মাঝামাঝি সময়েই গরমে পুড়ছে দেশ। পশ্চিমবঙ্গও তার ব্যতিক্রম নয়। গোটা রাজ্যে কার্যত দাবদাহ। অনেকে অসুস্থও হয়ে পড়ছেন।
এরইমধ্যে আবার লোকসভা ভোট। ১৯ তারিখ প্রথম দফার ভোট। ১৮ থেকে সব বয়সের মানুষ বাড়ি থেকে বাইরে বেরোবেন ভোট দিতে।
শুধু ভোট কেন, এমনিতেও কাজকর্ম করতে হয় বহু মানুষকে। প্রয়োজনে বাইরে বেরোতেই হয়। কিন্তু এই গরমে কীভাবে সুস্থ থাকবেন?
তা নিয়ে টিপস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বললেন, প্রচুর জল খান। অনেক জল খেতে হবে। তবেই সুস্থ থাকতে হবে।
সোমবার এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এই গরমে সুস্থ থাকতে অনেকটা জল খাওয়া খুব দরকার। তাতেই সুস্থ থাকা যাবে।
মোদী বলেন, 'জলই পারে সুস্থ রাখতে। এখন এমনিতেই লোকসভা ভোটের প্রচার চলছে। প্রার্থীরা গরমে প্রচার করছেন। তাঁদের পরামর্শ দেব, বেশি করে জল খাওয়ার।'
মোদী আরও জানান, শুধু প্রার্থী নয়, যাঁরা ভোটের প্রচার করছেন সেই সব পার্টির কর্মীদেরও একই আবেদন জানাব।
গরমে এমনিতেই ঘামলে শরীর থেকে প্রচুর জল বেরিয়ে যায়। তখন ডিহাইড্রেশন অর্থাৎ শরীরে জলের অভাব শুরু হয়। ডাক্তাররাও পরামর্শ দেন যে গরমে প্রচুর জল পান করা উচিত।