20 April, 2025

BY- Aajtak Bangla

"শীতের বেঁচে যাওয়া গ্লিসারিন সাবান গরমেও ব্যবহার করছেন? ত্বকের কি হচ্ছে জানেন?

অনেক সময় শীতকালে কেনা গ্লিসারিন সাবান থেকে যায় ঘরে। আমরা গরমেও তা স্নানের সময় ব্যবহার করে ফেলি। কিন্তু তাতে শরীরের কী হয় সে খেয়াল রাখি না। 

১. অতিরিক্ত আর্দ্রতা তৈরি করে গ্লিসারিন হিউমেকট্যান্ট হিসেবে কাজ করে, যা বাতাস থেকে আর্দ্রতা টেনে আনে—গরমে ঘাম এবং অস্বস্তি আরও বাড়ায়।

২. ত্বক হয়ে পড়ে চটচটে গ্লিসারিনের প্রভাব গরমে ত্বককে আঠালো করে তোলে, যা ধুলাবালি আটকে রাখে।

৩. ব্রণ ও ফুসকুড়ির সম্ভাবনা বাড়ে গ্রীষ্মকালে অতিরিক্ত তেলতেলে ত্বকে গ্লিসারিন সাবান ব্রণ, ফুসকুড়ি বা ফোলার সৃষ্টি করতে পারে।

৪. ছত্রাক সংক্রমণের ঝুঁকি বাড়ে চটচটে পরিবেশে ফাঙ্গাল ইনফেকশন বেশি হয়, বিশেষ করে ঘাড়, বগল ও কুঁচকিতে।

৫. ত্বকে র‍্যাশ, লালচে ভাব দেখা দিতে পারে হাই হিউমিডিটি ও গ্লিসারিন একসাথে থাকলে সংবেদনশীল ত্বকে সমস্যা হয়।

৬. অতিরিক্ত ঘামের কারণে শরীরের দুর্গন্ধ বেড়ে যেতে পারে সাবানের আর্দ্রতা ঘামকে আরও বাড়ায়, ফলে বডি ওডরও তীব্র হয়।

৭. হিট র‍্যাশ বা ঘামাচি হতে পারে শিশুরা ও বয়স্কদের মধ্যে এই গ্রুপের জন্য গ্লিসারিন সাবান গরমে ঝুঁকিপূর্ণ।

৮. মুখের ত্বক অতিরিক্ত তেলতেলে হয়ে যায় ফেসওয়াশ বা সাবান হিসেবে ব্যবহার করলে ব্ল্যাকহেডস ও তেলতেলে ভাব বেড়ে যায়।

৯. গরমে গ্লিসারিন সাবান রোদে পুড়ে যাওয়া ত্বকে জ্বালা সৃষ্টি করতে পারে সানবার্নের পরে গ্লিসারিন ইউজ করলে ইনফ্লেমেশন বাড়ে।

১০. গরমে হালকা, অ্যান্টিসেপটিক বা লেমন-বেসড সাবান ব্যবহারই ভালো তুলনামূলকভাবে এরা ত্বককে শুকনো ও সতেজ রাখে।