03 APRIL 2025

BY- Aajtak Bangla

টেবিল ফ্যান থেকেই বেরোবে এসির মতো ঠান্ডা হাওয়া, দেশি ট্রিকস

এপ্রিলেই শুরু হবে তীব্র দাবদাহ। গরমে নাজেহাল অবস্থা হবে। যতই সিলিং ফ্যান চালান না কেন, গরম কিছুতেই কাটে না।

সিলিং ফ্যান

ঘরে একটা এসি লাগিয়ে নিলেও সব ঘরে এসি লাগানো সম্ভব হয় না। অনেকে ঘর ঠান্ডা রাখতে সিলিং ফ্যানের সঙ্গে  য়টেবিল ফ্যানও চালান।

কিন্তু প্রবল গরমে তাও হার মেনে যায়। হাওয়া তেমন একটা ঠান্ডা হয় না৷ ফলে গরম হাওয়াই আরও একটু গতিতে শরীরে এসে লাগে৷

কিছু ট্রিকস জানা থাকলে গরম ঘরকে মুহূর্তে ঠান্ডা করতে পারেন।

যাদের বাড়িতে সূর্যের আলো সরাসরি আসে, তারা টেবিল ফ্যানটিকে জানলার দিকে মুখ করে রাখলে ঘর থেকে গরম হাওয়া টেনে বাইরে বেরিয়ে যাবে৷ এটি রাতে করলে ঘর একদম ঠান্ডা থাকবে।

আর ঘরের আশেপাশে গাছপালা থাকলে ঘর আরও ঠান্ডা করবে৷

সেক্ষেত্রে বাইরের ঠান্ডা বাতাস টেনে আনার জন্য ফ্যানটিকে আপনার দিকে ঘুরিয়ে রাখতে পারেন৷ ঘর ঠান্ডা থাকবে। গরমে স্বস্তি পাবেন।