BY- Aajtak Bangla

গরমে ত্বক পুড়ে র‍্যাশ বেড়িয়েছে- জ্বলছে? এই জেল লাগালেই হবে কামাল 

22 APRIL, 2024

গরমে ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মির হাত থেকে বাঁচাতে সানস্ক্রিন ব্যবহার করা হয়।

তবে তাতেও খুব বেশি কাজ হয় না। রোদে বেরলে প্রায়শই মুখের ত্বকের চামড়া পুড়ে যায়।

এর ফলে ত্বক লাল হয়ে যায়, পুড়ে যায় ও জ্বালা করতে থাকে। এই সমস্যা সমাধান করার ও ত্বক ভাল রাখার কিছু টিপস রইল।

অ্যালোভেরা ত্বককে সানবার্নের হাত থেকে বাঁচাতে সাহায্য করে। এর পাশাপাশি ত্বকের প্রদাহ কমায়। এটি ত্বকের বিভিন্ন সমস্যা কমাতে সাহায্য করে।

অ্যালোভেরা জেলের মধ্যে মধু ও লেবু মিশিয়ে মুখে ভাল করে লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি ত্বককে হাইড্রেটেড রাখে ও ত্বককে উজ্জ্বল করে।

গরমে ত্বক ভাল রাখতে ময়েশ্চারাইজারের বদলে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন।

এছাড়াও জল ও সমপরিমাণ অ্যালোভেরা মিশিয়ে টোনার তৈরি করুন। তার মধ্যে সুগন্ধের জন্য ২-৩ ফোঁটা ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল মেশাতে পারেন। ত্বকে অস্বস্তি বোধ করলে ত্বকে স্প্রে করুন। 

ত্বকে বরফের টুকরো লাগান। এতে ত্বকের লালচে ভাব, জ্বালা ভাব কমবে। বরফের টুকরো ব্যবহার করলে রক্ত সঞ্চালন ভাল হয় ও ওপেন পোর্সের সমস্যা দূর হয়।

তাজা অ্যালোভেরা ফ্রিজে রেখে আইস কিউব বানিয়ে নিন। এরপর ব্যবহার করুন।