19 MARCH 2025
BY- Aajtak Bangla
মার্চেই যা গরম পড়েছে, তাতেই মানুষের ঘাম ছুটছে। বাইরে বেরোলেই গরমের চোটে নাজেহাল মানুষ।
যাদের এসি আছে তাদের তো বাড়িতে ফিরে আরাম। কিন্তু যাদের এসি নেই তাদের ভরসা সিলিং ফ্যান বা টেবিল ফ্যানে।
এসি ছাড়াই টেবিল ফ্যানের হাওয়াতেই রাতে তোফা ঘুম হবে।
হ্যাঁ, টেবিল ফ্যানকেই এমন করে ব্যবহার করা সম্ভব যাতে হুহু করে আসা ঠান্ডা হাওয়ায় অনুভূতি হবে এসির মতোই।
টেবিল ফ্যাশনের হাওয়াতেই ঘর থাকবে ঠান্ডা কুল।
যাদের বাড়িতে সূর্যের আলো সরাসরি আসে, তারা যেন টেবিল ফ্যানটিকে জানলার দিকে মুখ করে রাখেন। এতে ঘরের গরম হাওয়া বাইরে বেরিয়ে যাবে ও বাইরের অপেক্ষাকৃত ঠান্ডা হাওয়া ঘরের মধ্যে আসবে।
আপনার বাড়ির আশেপাশে যদি গাছপালা থাকে, তা হলে তো কথাই নেই, আরও বেশি করে ঠান্ডা বাতাস ঘরে টেনে নিয়ে আসবে আপনার টেবিল ফ্যান।
সাধারণত ঘরের দেওয়ালে যদি সরাসরি সূর্যের তাপ লাগে, তা হলে সেই ঘর বেশি উষ্ণ হয়, আর যে খানে অপেক্ষাকৃত কম তাপ লাগে সেই ঘর ঠান্ডা হয়৷ সেই কারণে একতলার ঘর হয় ঠান্ডা।