BY- Aajtak Bangla
21 MARCH, 2025
গরমকাল এসে গেছে। বিভিন্ন জেলায় তাপমাত্রা বেড়েই চলেছে ক্রমশ।
সবার পক্ষে বাড়িতে এসি রাখা সম্ভব না। টেবিল ফ্যান মানুষের দৈনন্দিন জীবনের অঙ্গ। ব্যবহার করাও খুব সহজ।
আমরা শুধু হাওয়া খাওয়ার জন্যই টেবিল ফ্যান ব্যবহার করি। কিন্তু আরও অনেক কাজে লাগাতে পরে এই পাখা।
শুধু মাথা ঘুরিয়ে ঘুরিয়ে মানুষকে ঠান্ডা করাই এর কাজ নয়। জানলার দিকে মুখ করে টেবিল পাখা চালিয়ে দিলে কাজ করবে ভেন্টিলেশনের।
গরমের দিনে ভেন্টিলেশনের কাজ যেমন করে, তেমনই হাওয়া দিয়ে শরীর ঠান্ডাও করে টেবিল ফ্যান।
প্রথমেই আপনার বাড়ির অবস্থান দেখে নিন। যদি বাড়ির বেশ কিছু ঘর দিনের অধিকাংশ সময়ে সূর্যের আলোয় থাকে, সেক্ষেত্রে দরজা, জানলার অভিমুখ এবং দিনের দৈর্ঘ্যও মাথায় রাখতে হবে।
যে ঘরগুলি অপেক্ষাকৃত গরম, সেগুলিতে টেবিল ফ্যানের মুখ হওয়া উচিত বহির্মুখী। সেক্ষেত্রে ঘরের গরম হাওয়াকে জানলা দিয়ে বাইরে বের করে দিয়ে ভেন্টিলেশনের কাজ করবে ফ্যান।
অপেক্ষাকৃত কম উষ্ণ ঘরগুলিতে ফ্যানের মুখ হওয়া উচিত আপনার দিকে, ফলে বাইরের ঠান্ডা হাওয়া বেশ কিছুটা এসে পরবে ঘরের ভিতরে।
উষ্ণ বায়ু উপরে থাকে এবং শীতল বায়ু মাটির কাছাকাছি। বাড়ির যদি দুই বা তিন তলা হয়, তাহলে উপর তলায় টেবিল ফ্যান চালিয়ে রেখে দিন জানালায়।
সন্ধ্যের পর ফ্যানের অভিমুখ রাখুন ঘরের ভিতরের দিকে। সকালে অর্থাৎ যখন আবহাওয়া গরম থাকে, তখন ফ্যানের মুখ বাইরের দিক রাখুন।