28 June, 2023
রোদে পোড়া ত্বকের জেল্লা ফেরান ৫ ঘরোয়া উপায়ে
রোদে পুড়ে ত্বকের জেল্লা হারিয়েছে। চোখের তলায়, কপালে বলিরেখা। শুষ্ক হয়ে যাচ্ছে মুখের চামড়া।
ত্বকের যত্ন নিতে টমেটোর চেয়ে ভাল উপাদান আর নেই। এতে থাকে ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিড্যান্ট। যা শরীরে কোলাজেনের বৃদ্ধি করে
টমাটোর রস মুখে লাগান। ১৫ মিনিট লাগিয়ে রাখার পর জল দিয়ে ধুয়ে নিন।
ত্বকের জন্য বেসন কতটা উপকারি তা তো সকলেরই জানান। বেসন ত্বকের ময়লা দূর করে উজ্জ্বল করে।
তিন চামচ বেসনের সঙ্গে নেবেন এক চামচ অলিভ অয়েল ও লেবুর রস। এর সঙ্গে সামান্য হলুদ যোগ করুন। ভাল করে মিশিয়ে নিন।
দই এবং মধু সব ঘরেই পাওয়া যায়। ব্রণ দূর করতে কার্যকর দই।
দইয়ে এমন কিছু গুণ রয়েছে যা ত্বক থেকে মৃত কোষ সরিয়ে দিতে সাহায্য করে।
১ চামচ মধু ও ২ চামচ দই নিন। ভাল করে মিশ্রণ করুন। ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন। ইষদুষ্ণ জলে ধুয়ে নিন। প্রতিদিন এই মিশ্রণ ব্যবহার করতে পারেন।
সূর্যের রশ্মি থেকে ত্বকের পোড়াভাব কমাতে কার্যকর অ্যালোভেরা। অ্যালোভেরাকে ঔষধি গাছও বলা হয়।
Related Stories
মিষ্টির দোকানে কচুরির সঙ্গে যে ছোলার ডাল দেয়, তার রেসিপি
ময়দা ছাড়াই ফুলকো লুচি, হবে না গ্যাস-অম্বলও, শেখালেন নতুন রাঁধুনিরাই
এই পরোটা শুধু শুধুই খায়, খেলেই চাইবেন বারবার
কনকনে ঠান্ডাতে স্লিভলেস কীকরে পরেন মহিলারা? জানলে অবাক হবেন