01 May, 2024
BY- Aajtak Bangla
পেট্রোলিয়াম জেলি শুধু ঠোঁটের যত্ন নিতেই ব্যবহার করা হয় না। ত্বকের যত্নের রুটিনে পেট্রোলিয়াম জেলি অথবা ভ্যাসলিনও অন্তর্ভুক্ত করতে পারেন।
গরমের ট্যানের হার থাকে সর্বোচ্চ। শরীরের যেকোনও অংশে ট্যানিং হয়। যেমন হাত, পা, ঘাড় বা মুখ বিশেষ করে ট্যান হয়।
গরমে পুরু ট্যান দূর করতে বিভিন্ন উপায় অবলম্বন করেন? কিন্তু তারপরও কোনো লাভ হচ্ছে না।
তাই এই সময় ভ্যাসলিন ব্যবহার করা উচিত। ভ্যাসলিনের মধ্যে এমন অনেক গুণ রয়েছে যার সাহায্যে সান ট্যান থেকে মুক্তি পেতে পারেন।
ভ্যাসলিনের মধ্যে অনেক কিছু মিশিয়ে সান ট্যান রিমুভাল প্রোডাক্ট তৈরি করা যায়। এর মধ্যে একটি দুধ।
একটি পাত্রে ১ চা চামচ ভ্যাসলিন, ১ চা চামচ মধু এবং ১/২ লেবুর রস মিশিয়ে নিন। এবার এতে ১ চামচ গরম দুধ দিন। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিন।
ট্যান পড়া জায়গায় প্রায় ২-৩ মিনিটের জন্য বৃত্তাকার গতিতে মুখে ম্যাসাজ করুন।
এতে শরীরে প্রায় ২০-৩০ মিনিটের জন্য রেখে দিন। প্রায় ২০ মিনিট পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
দেখবেন আপনার শরীর থেকে সান ট্যান দূর হয়ে গেছে। এটি সপ্তাহে প্রায় ২-৩ বার প্রয়োগ করুন।