04 JANUARY 2026
BY- Aajtak Bangla
শীতে বাড়িতে সূর্যমুখী ফুল অনেকেই লাগান, কিন্তু খুব বেশি ফুল না ফুটলে এই টেকনিক শিখে রাখুন।
বিভিন্ন ধরনের রকমারি ফুলের চাষ তো করবেন, সেইসঙ্গে লাগিয়ে ফেলুন সূর্যমুখীও। যতবার দেখবেন চোখ জুড়িয়ে যাবে।
শীতকালের ফুলগুলির মধ্যে অন্যতম সূর্যমুখী। এই শীতে বাড়ির টবে রোপণ করে ফেলুন সূর্যমুখীর চারা।
মূলত সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত সূর্যমুখী রোপণ করা যায়। তবে বাড়ির ছাদ বাগানে সূর্যমুখী চাষ করতে গেলে সূর্যের আলো আসতে হবে।
রোদের ছটায় সূর্যমুখী দ্রুত বেড়ে ওঠে। বীজ বা চারা লাগাতে পারেন। সঙ্গে এই বিশেষ জিনিস স্প্রে করুন। গাছে ফুলে ফুলে ছেয়ে যাবে।
গোবর ও দোঁয়াশ মাটিতে লাগাবেন এই গাছ। বাড়িতে সর্ষ ও নীম খোল, শিং কুচি সমপরিমাণে নিয়ে তার সঙ্গে ভালো কম্পোজ যোগ করে জৈব সার তৈরি করুন।
এছাড়া, ১৫ দিন পরপর খোল পচা জল দিন। ফেব্রুয়ারির থেকে শুরু হবে ফুল ফোটা।
৬ মাস বাড়ির টবে দারুণ সূর্যমুখী দেখতে পাবেন।
কীটনাশক বা নীম তেল ব্যবহার করে গাছ পোকামাকড় ও ছত্রাকের আক্রমণ আটকাতে পারেন।