BY- Aajtak Bangla

শুধু লাগান এই তেল, বুড়ো বয়সে টাকেও গজাবে কুচকুচে কালো চুল 

13 July  2024

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাথার চুল পড়তে থাকে। অনেকের আবার অল্প বয়সেই চুল পড়ে যায়।

অল্প বয়সে অনেকেরই টাক পড়ে যায়। যার ফলে বিপাকে পড়েন অনেকে।

চুল যে কারও সৌন্দর্য বাড়িয়ে দেয়। তাই চুলের যত্ন নেওয়া খুব জরুরি।

অনেকেই বাজারের নানা প্রসাধনী ব্যবহার করেন। তবে তাতে খুব একটা লাভ হয় না। .

বিশেষজ্ঞদের মতে, প্রাকৃতিক কিছু উপাদান রয়েছে। যা লাগালেই চুলের স্বাস্থ্য ভাল থাকবে।

তেমনই একটি উপাদান হল সূর্যমুখীর বীজ। চুলের বৃদ্ধিতে খুবই উপকারী এই বীজ।

সূর্যমুখীর বীজে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিড্যান্ট। যা চুলের জন্য খুব ভাল।

সূর্যমুখীর বীজ থেকে তেল তৈরি করা যায়। সেই তেল মাথার ত্বকে ভাল করে লাগালে নতুন চুল গজাতে সাহায্য করে।