01 MARCH, 2025
BY- Aajtak Bangla
কেএল রাহুল যে বাবা হতে চলেছেন তা আগেই জানা গিয়েছিল। এবার জানা গেল কবে তিনি বাবা হতে চলেছেন।
এই খবর দিয়েছেন তাঁর শ্বশুর তথা অভিনেতা সুনীল শেট্টি। এপ্রিলেই বাবা হতে চলেছেন রাহুল। অর্থাৎ আইপিএলের মাঝেই রাহুল বাবা হবেন।
গত বছরের নভেম্বরে মাতৃত্বের ঘোষণা করেছিলেন রাহুলের স্ত্রী আথিয়া শেট্টি। তবে কবে সন্তানের জন্ম হবে সে বিষয়ে ধোঁয়াশাই রেখেছিলেন।
তা ফাঁস করে দিয়েছেন সুনীল। একটি পডকাস্টে কথোপকথনের ফাঁকে সুনীল জানিয়েছেন, এপ্রিলেই রাহুল-আথিয়ার সন্তানের জন্ম হবে।
সুনীল জানিয়েছেন, এখন তিনি হবু নাতি-নাতনিদের নিয়ে কথা বলতেই বেশি ভালবাসেন। নৈশভোজে শেট্টি পরিবারের মধ্যে কী কথা হয় তা জানতে চাওয়া হয়েছিল সুনীলের কাছে।
তাঁর উত্তর, 'এখন শুধু হবু নাতি-নাতনিদের নিয়েই কথা হয়। আর কোনও বিষয়েই আলোচনা করি না। কারণ অন্য কোনও আলোচনা চাই-ই না।'
তিনি আরও বলেন, 'আপাতত এপ্রিলে আথিয়ার সন্তানের জন্মের জন্য উত্তেজিত হয়ে অপেক্ষা করছি।'
মাতৃত্বের এই পর্বে আথিয়ার আচরণেরও প্রশংসা করেছেন সুনীল। বলেছেন, 'এই মুহূর্তটায় সব কিছুই সন্তানকে ঘিরে আবর্তিত হয়। সে ছেলে হোক কি মেয়েই হোক, আমাদের কিছুই যায়-আসে না।'
তিনি আরও বলেন, 'আমি বরাবর বিশ্বাস করে এসেছি, অন্তঃসত্ত্বা থাকার সময়েই মানাকে (সুনীলের স্ত্রী) সবচেয়ে বেশি সুন্দরী লাগত। এখন আথিয়াকে দেখেও সেটাই মনে হয়।'