3 MAY, 2025

BY- Aajtak Bangla

সঙ্গীর সঙ্গে  একান্ত-যাপন, কলকাতার নিরাপদ ও রোমান্টিক ৯ ঠিকানা

 সঙ্গী বা সঙ্গীনির সঙ্গে একটু নিরিবিলিতে সময় কাটাতে চান! একটু অন্তরঙ্গ সময়। তবে ঠিকঠাক জায়গা বেছে নিতে পারছেন না। এদিকে আবার হোটেলের ঘর পছন্দ নয়! আমরা আপনাদের কলকাতার কিছু জায়গার হদিশ দেব।

শহর কলকাতার বুকেই রয়েছে এমন সব জায়গা যেখানে নিশ্চিন্তে বসে প্রেম করা যায়, নিজেদের মধ্যে একান্তে সুন্দর সময় কাটানো যায়।

অনেকেই সঙ্গী বা সঙ্গীনিকে প্রেম নিবেদন করার কথা ভাবেন। তবে পরিস্থিতি ও জায়গা একটা বড় বিষয়। যে কোনও সময়, যে কোনও জায়গায় তো আর প্রেম প্রস্তাব দেওয়া যায় না। তাই আমরা কয়েকটি জায়গার কথা বলব। সেখানে নিরিবিলিতে আপনি প্রেম নিবেদন করতে পারবেন।

প্রিন্সেপ ঘাট- এখন বেশ ভিড় থাকবে। শীতকালে প্রচুর মানুষ যান। তবুও একটা নিরিবিলি জায়গা আপনি পেতে পারেন এখানে।

ভিক্টোরিয়া- বহু প্রেমের সূত্রপাত এখানে। নিরিবিলিতে বেশ কিছুটা সময় কাটাতে পারেন একসঙ্গে।

ইকো পার্ক- বিস্তৃত জায়গা। অনেকটা সময় সঙ্গী বা সঙ্গীনির সঙ্গে নিরিবিলিতে কাটাতে পারবেন।

মিলেনিয়াম পার্ক- গঙ্গার ধারে কিছুটা সময় একসঙ্গে কাটাতে পারবেন। পড়ন্ত বিকেলে রোম্যান্টিক আবহ পেতে পারেন।

সেন্ট্রাল পার্ক (বনবিতান)- রোম্যান্সের জন্য এই জায়গা অনেকের কাছে চেনা। নিরিবিলিতে কিছুটা সময় একসঙ্গে থাকতে পারবেন।

নন্দন চত্বর- যে কোনও সময় যুগলদের একসঙ্গে থাকার, কথা বলার একটি ভাল জায়গা।

ময়দান- ময়দান চত্বর কিছুটা সময় একসঙ্গে কাটানোর দারুণ জায়গা।

নলবন পার্ক- গাছগাছালির মাঝে রোম্যান্টিক আবহ পেতে পারেন। এই জায়গা ভালবাসার মানুষদের অল টাইম ফেভারিট।

রবীন্দ্র সরোবর- দুপুরবেলা বসে থাকতে পারেন রবীন্দ্র সরোবরে। এই মরশুমে রবীন্দ্র সরোবরে পরিযায়ী পাখিদের ভিড় লক্ষ্য করা যায়। এখানে বসেও আপনি কাটাতে পারেন কোয়ালিটি টাইম।