03 JUNE, 2023

BY- Aajtak Bangla

সূর্য -শনির রাশি পরিবর্তন, সৌভাগ্য কাদের?

আগামী ১৫ জুন সূর্য মিথুন রাশিতে গমন করবে।  শনি ১৭ জুন কুম্ভতে বক্রী হবে।

জ্যোতিষশাস্ত্রে সূর্য ও শনির এই রাশি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সূর্য ও শনির মধ্যে পিতা -পুত্রের সম্পর্ক রয়েছে।

জানুন, কোন রাশির জাতক - জাতিকারা সূর্য ও শনির এই রাশি পরিবর্তনে লাভবান হতে চলেছেন।

মিথুন কর্মক্ষেত্রে সম্মান পাবেন। ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে। জীবনে সম্মান বাড়বে। সব ইচ্ছা পূর্ণ হবে। পারিবারিক জীবনে সুখ থাকবে।

সিংহ ভাগ্যের সহযোগিতা পাবেন। পৈতৃক সম্পত্তির মাধ্যমে অর্থ আসবে। স্বাস্থ্যের উন্নতি। ব্যবসায়ীদের জন্য এই সময়টা ভাল।

কন্যা অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে। সহকর্মীদের সার্বিক সহযোগিতা পাবেন। শিক্ষার্থীরা সাফল্য পাবে। সামান্য খরচ হবে।

মকর আর্থিক লাভের সম্ভাবনা। কর্মজীবনে লাভ হবে। বাড়ির বড়দের সহযোগিতা পাবেন। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে।