BY- Aajtak Bangla
03 November, 2024
১৯৩০-এর দশকে প্রথম SUV মডেল বাজারে আসে। এই সময় বড়, শক্তিশালী গাড়ির চাহিদা বাড়ছিল।
SUV-এর ফুল ফর্ম হলো Sport Utility Vehicle।
জিপ ব্র্যান্ডের SUV দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সামরিক বাহিনীতে জনপ্রিয় হয়।
SUV-এর ডিজাইন মূলত দুর্গম রাস্তায় চালানোর জন্য হলেও এখন শহুরে এলাকায় বেশি ব্যবহৃত হয়।
এর হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং শক্তিশালী ইঞ্জিন অফ-রোড ড্রাইভিংয়ের জন্য আদর্শ।
SUV গাড়ি বড় আকারের হওয়ায় বেশি যাত্রী এবং মাল বহনে সুবিধা হয়।
আধুনিক SUV-এ উন্নত প্রযুক্তি ও সুরক্ষা বৈশিষ্ট্য থাকায় এটি অধিক নিরাপদ। সেই কারণে ভিআইপি, পুলিশ সাধারণত SUV ব্যবহার করে।
সময়ের সঙ্গে বৈদ্যুতিক SUV মডেলও ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে।
SUV মডেল আজকাল সিডান, অর্থাৎ লম্বা ফোর সিটার গাড়ির থেকেও বেশি জনপ্রিয় হয়ে গিয়েছে।