BY- Aajtak Bangla

স্বামী কেন আসামী? রয়েছে এই ৬ গোপন কারণ, পুরুষরা জেনে রাখুন

3 October 2024

বিয়ের পর পুরুষদের অন্য একটি পরিচিতি তৈরি হয়। সেটি হল স্বামী।

য়ের পর অনেক স্বামীই স্ত্রীদের কাছে আসামী হয়ে যান। কিন্তু কেন?

সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, বিয়ের পর যেসব পুরুষ দায়িত্বভার সামলাতে ব্যর্থ হন, তাঁরা স্ত্রীদের কাছে আসামী হন।

যদি কোনও পুরুষের রোজগার কম হয়, তা হলে তিনি স্ত্রীদের কাছে আসামী হতে পারেন। . .

স্বামী যদি স্ত্রীকে বিশ্বাস না করেন, তা হলে স্ত্রী তাঁর স্বামীকে আসামী বলে মনে করতে পারেন। . .

কোনও পুরুষ যদি বিয়ের পর অন্য মহিলার সঙ্গে সম্পর্কে জড়ান, তা হলে তিনি স্বামী নয়, আসামী।

স্বামীর থেকে সংসারে স্ত্রীদের নিয়ন্ত্রণ বেশি হলে স্বামীরা আসামী হয়ে থাকেন।

এস্ত্রীর প্রতি যদি অন্যায় করেন স্বামীরা, তা হলে তাঁরা আসামী হন।