BY- Aajtak Bangla
19 JANUARY, 2025
অস্থির সময়ে সবকিছুই যেন অস্থির ও টালমাটাল। তার মধ্যেই দিশা দেখান কিছু পুণ্যপ্রাণ মানব। স্বামী সর্বপ্রিয়ানন্দ তেমনই একজন।
তাঁর কথায়, আমরা সারাদিনে জেগে থাকা অবস্থায় হাজার হাজার কথা ভাবি।
কেউ একজন বলেছিল দিনে ১৬ হাজার চিন্তা করি আমরা। কিন্তু ভেবে দেখলে দেখা যায়, তার অধিকাংশই অপ্রয়োজনীয়।
স্বামীজির কথায়, আমরা আমাদের মনের শক্তির একটি বড় অংশ খরচ করি এই চিন্তার পিছনে। অথচ সেই চিন্তা আমাদের কিছুই দেয় না।
প্রসঙ্গত, এই ভাবনা বন্ধুবান্ধবসহ নানা মানুষ ও বিষয় নিয়ে হয়ে থাকে। কিন্তু তাদের অধিকাংশ মানুষই প্রকৃত বন্ধু নয়।
এই অর্থেই স্বামীজি বলছেন, খুব কম সময়ে আমাদের সত্যি সত্যি কিছু ভাবার প্রয়োজন পড়ে।
তিনি সকলকে ভাবতে বলেছেন, মন্ত্রের থেকেও কি ওই ভাবনাগুলি বেশি গুরুত্বপূর্ণ ? এখানে মন্ত্র জীবনের লক্ষ্যস্বরূপ।
একটু তলিয়ে ভাবলে দেখা যাবে, মন্ত্রের থেকে বেশি গুরুত্ব প্রায় কারোরই নেই। কিছুরই নয়।
মন্ত্রই শেষ পর্যন্ত আমাদের অবিচ্ছিন্ন আনন্দ ও শান্তি এনে দেয়। আমাদের ভাল রাখে আমাদের সেই লক্ষ্য অর্জন।
তাই স্বামীজির কথায়, মন্ত্রই জীবনের শ্রেষ্ঠ বন্ধু। সেই আমাদের প্রকৃত বন্ধু।