17 AUGUST 2024

BY- Aajtak Bangla

সন্তান পালনে বিবেকানন্দের ৬ বাণী মেনে চলুন, বুড়ো বয়সে বৃদ্ধাশ্রমে যেতে হবে না

সন্তানকে মানুষ করা খুবই কঠিন কাজ। সন্তান দেশের ভবিষ্যৎ। সে যে শিক্ষায়, যেভাবে গড়ে উঠবে, তা-ই দেশের সম্পদ। 

সন্তান যদি মানুষের মতো মানুষ হয় তাহলে বৃদ্ধ বয়সে বাবা-মায়েদের চোখের জল ফেলতে হয় না।

তাই সন্তানকে গড়ে তুলতে বিবেকানন্দের এই বাণীগুলির আশ্রয় নিন। এতে সন্তান মানুষের মতো মানুষ হবে। কোনও দিনও চোখের জল ফেলতে হবে না।

সন্তান প্রতিপালনে স্বামী বিবেকানন্দের ৫ বাণী-

'মানুষের জন্ম প্রকৃতিকে জয় করিবার জন্যই, তাহাকে অনুসরণ করার জন্য নয়।'

'তোমাকে ক্রমশঃ ভিতর হইতে বাহিরের দিকে বিকশিত হইতে হইবে; ইহা কেহই তোমাকে শিখাইতে পারে না, কেহ তোমাকে ভগবৎপরায়ণ করিয়া দিতে পারে না। তোমার নিজের অন্তরাত্মা ভিন্ন দ্বিতীয় কোন শিক্ষক নাই।'

'সত্যের জন্য সব কিছুকেই ত্যাগ করা চলে, কিন্তু কোন কিছুর জন্য সত্যকে বর্জন করা চলে না।'

'কোনও ধর্মমত লইয়া কেহ জন্মায় না; পরন্তু প্রত্যেকেই কোন না কোন ধর্মমতের জন্যই জন্মায়।'

'জিহ্বাকে যথেচ্ছ চলিতে দিলে অপর ইন্দ্রিয়গুলিও যথেচ্ছ চলিবে।'

'জ্ঞান, ভক্তি, যোগ এবং কর্ম—মুক্তির এই চারিটি পথ। নিজ নিজ অধিকার অনুযায়ী প্রত্যেকে নিজের উপযুক্ত পথ অনুসরণ করিবে; তবে এই যুগে কর্মযোগের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা উচিত।'