13 SEPTEMBER, 2024
BY- Aajtak Bangla
যুবকরা স্বামী বিবেকানন্দের চিন্তা থেকে বিশেষ অনুপ্রেরণা পায়।
জীবনে সফলতার জন্য বিবেকানন্দের এই কথাগুলো অবলম্বন করতে পারেন।
সর্বদা নতুন ধারণার জন্ম দিন। বিবেকানন্দ বলতেন, ভাবো, চিন্তা করবে না, নতুন ধারণার জন্ম দাও।
আপনার নিজের উপর বিশ্বাস রাখতে হবে। আপনি নিজেকে বিশ্বাস না করলে আপনি ঈশ্বরে বিশ্বাস করতে পারবেন না।
ওঠো, জাগো এবং নিজের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থামবে না। একজন ব্যক্তির তার লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থামা উচিত নয়। সঞ্চালন বাড়ায়।
এক সময়ে শুধুমাত্র একটি জিনিসই করা উচিত। সেই সময়ে, আপনি যে কাজটি করছেন তাতে আপনার মন লাগান।
একজন মানুষের শ্রেষ্ঠ শিক্ষক তিনি নিজেই। মানুষকে কেউ শেখাতে পারে না । সবকিছু ভেতর থেকে শিখতে হবে।
শেখার কোনো বয়সসীমা নেই। আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন শিখুন কারণ অভিজ্ঞতা হল বিশ্বের সেরা শিক্ষক।
তুমি যা ভাবো তাই হয়ে যায়। আমরা আমাদের চিন্তার তৈরি মানুষ। তাই সবসময় ইতিবাচক চিন্তাভাবনা করা উচিত।
কাজে ব্যস্ত থাকলে কাজ সহজ হয়ে যায় কিন্তু অলস হলে কাজ কঠিন মনে হয়। ব্যক্তির অলস হওয়া উচিত নয়।